New Update
/anm-bengali/media/post_banners/M2QCTpiADg2xlwLgL1nS.jpg)
নিজস্ব সংবাদদাতা: যোশীমঠে শুরু তুষারপাত। আগামী তিন চার দিন ডুবতে বসা শহরের পরিস্থিতি আরও কঠিন হবে বলেই অনুমান। বদ্রীনাথের শীতকালীন আবাসে বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। ২৪ জানুয়রি পর্যন্ত উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠ, আউলি এবং পিথোরাগড়ে বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যোশীমঠে টানা ৪-৫ দিন তুষারপাত হলে যে বাড়িগুলির আর ভার বহন করার ক্ষমতা নেই, সেগুলি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। যোশীমঠে বহুবাড়িই বিপজ্জনক অবস্থায় রয়েছে। বেশ কিছু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ চলছে। বরফ বা বৃষ্টির কারণে যে বাড়িগুলি আংশিক ভাঙা হয়েছে, সেখানেও সমস্যা হতে পারে । আর কোনও বাড়ি ধসে পড়লে সংলগ্ন এলাকায় তার প্রভাব পড়তে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us