আজ প্রেস কনফারেন্স করবেন অভিযুক্ত WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং

author-image
Harmeet
New Update
আজ প্রেস কনফারেন্স করবেন অভিযুক্ত WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং

​নিজস্ব সংবাদদাতাঃ ​বুধবার থেকে রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদ করছেন ভারতের কুস্তিগীররা। সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট, অংশু মালিক। বৃহস্পতিবারও ফের তারা নীরব প্রতিবাদ সভা করেছিলেন যন্তর মন্তরে। আর এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য রাখতে ব্রিজ ভূষণ শরণ সিং আজ উত্তর প্রদেশের গোন্ডা জেলার নবাবগঞ্জে রেসলিং ট্রেনিং সেন্টারে বিকেল ৪ টার পরে একটি প্রেস কনফারেন্স করবেন। একথা তিনি নিজের টুইটার একাউন্ট থেকেই জানিয়েছেন আজ।