সুস্বাস্থ্যে মধু জেনে নিন গুনাগুন

author-image
Harmeet
New Update
সুস্বাস্থ্যে মধু জেনে নিন গুনাগুন

​নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যেক দিন এক চামচ করে মধু বাড়িয়ে তুলবে আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা। জেনেনিন মধুর উপকারিতা,

শীতের নানান রোগ নিরাময়ে কাজে লাগান মধু, জেনে নিন এর অবিশ্বাস্য উপকারিতা |  Use honey to cure various winter diseases know its incredible benefits BDD

১- হৃদরোগ প্রতিরোধে বিশেষ উপকারি মধু।

২-দৃষ্টিশক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মধু।

৩-রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে।


মধুর উপকারিতা, ক্যালোরি, ব্যবহার, পার্শ্বপ্রতিক্রিয়া, পুষ্টিগুনের তথ্য -  Honey: Benefits, Calories, Uses, Side effects, Nutrition facts in Bengali

৪-বাতের ব্যাথা উপশম করে মধু। 

৫-ক্ষুধা হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে মধু।

৬-কোষ্ঠকাঠিন্য দূর করে মধু।

৭-মুখের দুর্গন্ধ দূর করে।


মধুর ১০ টি উপকারিতা সম্পর্কে জেনে নিন - টোটকা ২৪x৭

৮- শিশুদের দৈহিক গড়নে সহায়তা করে।

৯-গলা ব্যাথা, কাশি ও হাঁপানি উপশমে বিশেষ সহায়ক।

১০-রক্ত পরিশোধন করে।