​নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদ করেছিল ভারতের কুস্তিগীররা। সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। আজ ফের তারা নীরব প্রতিবাদ সভা করেছেন যন্তর মন্তরে। এদিন এই বিষয়ে টুইট করেছেন ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা। তিনি লিখেছেন, 'IOA সভাপতি হিসাবে, আমি সদস্যদের সাথে কুস্তিগীরদের বর্তমান বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের সকলের জন্য ক্রীড়াবিদদের কল্যাণ ও মঙ্গল IOA-এর সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্রীড়াবিদদের এগিয়ে আসতে অনুরোধ করছি। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করব। ভবিষ্যতে এইরূপ কোনও পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটি বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি।'