নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ডিনিপ্রোতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান। সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কোর মতে, ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি। হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, তাদের মধ্যে ৯ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।