নিজস্ব সংবাদদাতা : একদিকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল আদালতের বিচারক। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়-সুবীরেশ ভট্টাচার্য সহ ৭ জন। বৃহস্পতিবার তাদের আলিপুর আদালতে পেশ করা হলে ২ ফেব্রুয়ারি তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন ধোপে টিকলো না পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল। খারিজ হয়ে গেল জামিনের আর্জি।