দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : স্কুলের গেটের বাইরে বইছে নালার জল। নালার নোংরা জলের উপর দিয়েই পড়ুয়াদের যেতে হয় স্কুলের ভিতরে। বারবার অভিযোগ জানানোর পরেও রেল কর্ণপাত না করায় এবার রেলের আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তাতেই চেয়ার টেবিল নামিয়ে এনে পড়াশুনা করে, রাস্তায় আটকে বিক্ষোভ দেখাল খড়গপুর আন্দ্রা হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা ।
খড়গপুর মথুরা কাটি রোড অবরোধ করে কার্যত স্কুলের বাইরে বিক্ষোভ দেখাল স্কুলের পড়ুয়ারা। রেলের প্রতিশ্রুতির পরেই অবরোধ তুলল পড়ুয়ারা। স্কুল শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ কয়েক দিন ধরে স্কুলের গেটের বাইরে নোংরা নালার জল বয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে রেলকে এর ব্যবস্থা করতে বলা হলেও, তাতে কর্ণপাত না করায় এই ধরনের অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা ।