কেন্দ্র সৎ, রাজ্য সরকার বেইমান: নাড্ডা

author-image
Harmeet
New Update
কেন্দ্র সৎ, রাজ্য সরকার বেইমান: নাড্ডা

নিজস্ব সংবাদদাতাঃ নদিয়ায় বিজেপির জনসভা থেকে রাজ্যের শাসক দলকে কার্যত চাঁচাছোলা ভাষায় নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, 'বাংলায় মনরেগা প্রকল্পে দুর্নীতি হয়েছে। টাকা পাঠাবেন মোদী আর এখানে বসে দুর্নীতি করবে এই সরকার। এখানে চুরিও হয়, গা জোয়ারিও হয়। কেন্দ্রের দেওয়া আবাস যোজনার টাকা এখানে খেয়ে নিয়েছে। কয়লা, বালি কিছুই ছাড়ছে না তৃণমূল। কেন্দ্র টাকা পাঠায় আর এখানে তোলাবাজি হয়। এই রাজ্যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হয়েছে। মোদী সরকার সৎ, বাংলায় তৃণমূলের সরকার বেইমান। তৃণমূলের গুণ্ডামি রুখতে রাস্তা একটাই, বিজেপিকে ভোট দিন। আমরা চোর ধরব, জেলেও ভরব। আসন্ন ভোটে বাংলায় পদ্মফুল ফোটাতেই হবে।'