'মোদীজির নেতৃত্বে বদলাচ্ছে ভারত,' বঙ্গে হুঙ্কার জেপি নাড্ডার

author-image
Harmeet
New Update
'মোদীজির নেতৃত্বে বদলাচ্ছে ভারত,' বঙ্গে হুঙ্কার জেপি নাড্ডার


নিজস্ব সংবাদদাতাঃ ঠাসা কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন নদিয়ার বেথুয়াডহরিতে বিজেপির তরফে জন সম্পর্ক সভার আয়োজন করা হয়। এই সভায় জেপি নাড্ডা বলেন, 'চিন, আমেরিকা এখনও করোনার সঙ্গে লড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১৪০ কোটির দেশ আজ করোনা মুক্ত। ভারত ১০০ দেশে ভ্যাকসিন দিচ্ছে। মোদীজির নেতৃত্বে বদলাচ্ছে ভারত। গাড়ি শিল্পেও অনেক এগিয়ে গিয়েছে ভারত।'