​নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদ করেছিল ভারতের কুস্তিগীররা। সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ তুলেছেন ভিনেশ ফোগাট। আজ ফের দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছেন তারা। আজ কুস্তিগীর এবং বিজেপি নেত্রী ববিতা ফোগাট দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের জায়গায় পৌঁছেছেন এবং বলেছেন ,'আমি তাদের আশ্বস্ত করেছি যে সরকার তাদের সাথে আছে। আমি চেষ্টা করব তাদের সমস্যাগুলি আজ সমাধান করার।'