দেশের জন্য লড়তে পারলে, আমাদের অধিকারের জন্যও লড়তে পারি: বজরং পুনিয়া

author-image
Harmeet
New Update
দেশের জন্য লড়তে পারলে, আমাদের অধিকারের জন্যও লড়তে পারি: বজরং পুনিয়া

​নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদ করেছিল ভারতের কুস্তিগীররা। সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ তুলেছেন তারা। আজ ফের দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছেন তারা। আজ বজরং পুনিয়া এই বিষয়ে বলেছেন, 'আমরা যদি আমাদের দেশের জন্য লড়াই করতে পারি, তবে আমরা আমাদের অধিকারের জন্যও লড়াই করতে পারি।'