New Update
/anm-bengali/media/post_banners/wylKyqPabh75PWPjVMgN.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ কর্পোরেশন ভোটের আগে বৃহস্পতিবার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর করতে মুম্বই সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী দুটি মেট্রো লাইনেরও উদ্বোধন করবেন, যেগুলি হল ২এ (আন্ধেরি থেকে দহিসর পশ্চিম) এবং ৭ (আন্ধেরি পূর্ব থেকে দহিসর)।
এদিকে মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস) বিশাল ঠাকুর প্রধানমন্ত্রীর সফরের আগে সিআরপিসির ১৪৪ ধারায় এই আদেশ জারি করেছেন। সূত্রের খবর, আসন্ন বিএমসি নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী কয়েকটি ঘোষণাও করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us