আরও দামি হল আকাশ ছোঁয়ার স্বপ্ন

author-image
Harmeet
New Update
আরও দামি হল আকাশ ছোঁয়ার স্বপ্ন

​নিজস্ব সংবাদদাতাঃ  আরও দামী হল বিমান চড়ার স্বপ্ন। শুক্রবার থেকেই বিমানযাত্রার জন্য মোটা টাকা গুনতে হবে যাত্রীদের। বৃহস্পতিবার রাতেই অসামরিক উড়ানমন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে, অন্তর্দেশীয় বিমানযাত্রার ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বিমানভাড়া-উভয়ই ১২.৫ শতাংশ হারে বাড়তে চলেছে। করোনাকালে দীর্ঘ সময় বন্ধ ছিল বিমান চলাচল। এরপর কেন্দ্রের নির্দেশিকা মেনেই ধীরে ধীরে সচল হয়েছে উড়ান চলাচল। বর্তমানে ৬৫ শতাংশ উড়ান চলাচল করছিল। গতকাল কেন্দ্রের নির্দেশিকার পর থেকে এ বার থেকে আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মোট ৭২.৫ শতাংশ বিমান চলাচল করবে।