বাড়িতে সব সময় কালো শিবলিঙ্গই রা‌খা হয় কেন জানেন?

author-image
Harmeet
New Update
বাড়িতে সব সময় কালো শিবলিঙ্গই রা‌খা হয় কেন জানেন?

নিজস্ব সংবাদদাতা: আমরা অনেকেই শিব ভক্ত। শিবের নানা রকম মূর্তি বা ছবি বাড়িতে রেখে পুজো করি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, শিবের এমন অনেক রূপ রয়েছে যা পুজো করা উচিত নয় বা গৃহে রাখা যাবে না। এতে শুভ ফলের চেয়ে অশুভ ফলই বেশি হয়। আমরা বাড়িতে যে শিব লিঙ্গ রাখি তা কখনওই সাদা বা শ্বেত শিব লিঙ্গ রাখা যাবে না। বাড়িতে সব সময়ই কালো রঙের শিব লিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। কালো শিব লিঙ্গ গৃহের জন্য উপযুক্ত। যদি একান্তই সাদা শিব পুজো করতে হয় তা হলে বাস ভবন যেখান থেকে একটু দূরে একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে সাদা শিব লিঙ্গ রাখা যেতে পারে। শিব যেহেতু অল্পেতেই সন্তুষ্ট, তাই তার জন্য খুব বড় মন্দির তৈরি করার কোনও প্রয়োজন নেই। ছোট্ট একটা মন্দির যথেষ্ট।