​নিজস্ব সংবাদদাতাঃ বুধবার টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট সহ দেশের শীর্ষ কুস্তিগীররা বুধবার জাতীয় ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ব্রিজ ভূষণ শরণ সিং কায়সারগঞ্জের বিজেপি সাংসদও। এই বিষয়ে বলতে গিয়ে বজরং পুনিয়া বলেন, 'আমাদের হয়রানির শিকার হতে হয়। কোনও খেলোয়াড়ই TATA স্পোর্টস থেকে সমর্থন পায়নি। প্রাইভেট স্পনসর শুধুমাত্র ফেডারেশন থেকে আসতে পারে। তরুণ খেলোয়াড়রা এসে জিজ্ঞেস করে কোথায় যেতে হবে। আর যে কোনো খেলোয়াড় এই প্রশ্ন করলেই তাকে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়। কুস্তিগীররা আর এই হয়রানি সহ্য করবে না।'