নিজস্ব সংবাদদাতা: এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। জানা গিয়েছে, ইলন মাস্কের যে বড় অঙ্কের ঋণ পরিশোধ করার কথা ছিল তা শোধ করা এখনও বাকি। তার আগেই টুইটারের আয় কমার খবরে বহু টুইটার কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরের সদর দফতর বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ইলন। কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়।