অলিম্পিকে জয়ী না হওয়াদের গাড়ি দিচ্ছে টাটা

author-image
Harmeet
New Update
অলিম্পিকে জয়ী না হওয়াদের গাড়ি দিচ্ছে টাটা

​নিজস্ব সংবাদদাতাঃ এবারের অলিম্পিক্সেই ভারতের ফল সবচেয়ে ভাল হয়েছে। একটি সোনা সহ সাতটি পদক এসেছে। পাশাপাশি কুস্তিগীর দীপক পুনিয়া, গল্ফার অদিতি অশোক অল্পের জন্য পদক জিততে পারেননি। না হলে টোকিও অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বাড়ত। পদকজয়ীরা সংবর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছেন। তাঁদের আর্থিক পুরস্কার সহ নানা ধরনের উপহার দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে যাঁরা অল্পের জন্য পদক জিততে পারেননি, তাঁদের জন্যও পুরস্কারের কথা ঘোষণা করল টাটা মোটর্স। অদিতি, দীপকদের অলট্রোজ প্রিমিয়াম হ্যাচ উপহার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।