নিজস্ব সংবাদদাতা: বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তেল নির্গমন নিয়ে বড় মিথ্যাচার হচ্ছে। তারসঙ্গে তেল কোম্পানিগুলো নিয়েও সমালোচনা করেন তিনি। বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানিগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নেতাদের সামনেই দাভোসের জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় জীবাশ্ম জ্বালানি শিল্পকে সরাসরি দোষারোপ করলেন।