নিজস্ব সংবাদদাতাঃ গত দুবছর করোনার মধ্যেই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেতন কমিয়ে দেওয়া, কর্মী ছাঁটাই সহ একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে আম আদমি। পাশাপাশি ব্যাপক ভাবে চিকিৎসা সংক্রান্ত খরচ বেড়েছে। এই অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে আর্থিক বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেটের দিকে তাকিয়েই আম-আদমি।
প্রত্যেকবারই সরকারি এবং বেসরকারি কর্মীদের নজর থাকে কর ছাড় সংক্রান্ত বিষয়ের দিকে। সূত্রের খবর এবার সাধারণ মানুষের কথা ভেবে কর ছাড়ের প্রস্তাব রাখতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশেষ করে যে সব কর্মীরা তুলনায় কম এবং মধ্যমানের আয় করে থাকেন তাঁদের জন্যে এই কর ছাড়ের ঘোষণা করা হতে পারে। শুধুমাত্র কর ছাড় নয়, সাধারণ মানুষের কথা ভেবে আরও একাধিক ঘোষণা মোদী সরকারের তরফে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, ছোট-বড় ব্যবসায়ে লাভ বাড়ানোর জন্য এই পথেই হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। বর্তমানে বছরে আয় পাঁচ লাখ হলে কর দিতে হয়। তবে অনেক দিন ধরেই কর দেওয়ার এই হার এবং কর সংক্রান্ত আইনে কোনও বদল করা হয়নি। এই বিষয়ে বারবার দাবি উঠছিলই। বলে রাখা প্রয়োজন, ব্যক্তির পাঁচ লাখ কিংবা এর কম বছরে রোজগার হলে কর দিতে হয়। তবে সবসময় ট্যাক্স রিটার্ন করা উচিৎ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।