নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার তিন দিন পর, বুধবার অর্থাৎ ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই খেলবে ভারত। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এর পরের ম্যাচটি রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে এই স্টেডিয়ামে খেলা হতে চলেছে। ফলে এই ম্যাচে টিকিটের চাহিদা সর্বকালের সর্বোচ্চ। টিকিটের মূল্য ৩০০-১০,০০০ টাকা।