আফগান নারীদের সন্ত্রাস সদস্যদের বিয়ে করতে বাধ্য করছে তালিবান

author-image
Harmeet
New Update
আফগান নারীদের সন্ত্রাস সদস্যদের বিয়ে করতে বাধ্য করছে তালিবান

 নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে ক্রমেই বাড়ছে তালিবান জঙ্গি গোষ্ঠীর ভয়াবহ ত্রাস। যার বেশিরভাগটাই আসছে আফগান নারীদের ওপর। 


Afghans Tell of Executions, Forced 'Marriages' in Taliban-Held Areas - WSJ

বৃহস্পতিবার পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গি সদস্যদের সঙ্গে আফগান নারীদের বিয়েতে বাধ্য করছে তালিবান জঙ্গি গোষ্ঠী। উল্লেখ্য, আফগানিস্তানে চলমান সন্ত্রাস রুখতে ক্ষমতা ভাগের সিদ্ধান্ত নিয়েছে আফগান সরকার। তবে তারপরেও তালিবান সন্ত্রাস বেড়েই চলেছে আফগানিস্তানে।