নিজস্ব সংবাদদাতা: টেবিলে পরপর কলা পাতায় সাজানো দক্ষিণ ভারতীয় খাবার। পরিবারের সাজ-পোশাকও দক্ষিণভারতীয় ঐতিহ্যের সঙ্গে মানানসই। বছরের এই সময়টা নতুন ফসলের উৎসব পোঙ্গল পালন করেন তামিলরা। সেই উৎসবই এবার ১০ ডাউনিং স্ট্রিটে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক তাঁর দফতরের কর্মীদের জন্য আয়োজন করেছিলেন এই বিশেষ লাঞ্চের। তিনদিন ধরে তামিলনাড়ুতে পোঙ্গল পালন করা হয়। তিন দিনে উৎসবের নাম যথাক্রমে ভোগী পোঙ্গল, সূর্য পোঙ্গল এবং মাত্তু পোঙ্গল। নতুন ফসলের এই উৎসব উপলক্ষে তামিল জনগণকে শুভেচ্ছাও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।