প্রবল বৃষ্টিতে পা পিছলে ড্রেনে পড়ে মৃত্যু হলো দাঁতাল হাতির

author-image
New Update
প্রবল বৃষ্টিতে পা পিছলে ড্রেনে পড়ে মৃত্যু হলো দাঁতাল হাতির

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:প্রবল বৃষ্টিতে পা পিছলে ড্রেনে পড়ে মৃত্যু হলো দাঁতাল হাতির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দলসিং পাড়ার গটিবাড়ি এলাকায়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী প্রবল বৃষ্টিতে মাটি পিচ্ছিল থাকার ফলেই এই দুর্ঘটনা ঘটে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত হাতিটির বয়স ২২ বছর। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা। এরপর মৃত হাতিটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।