/anm-bengali/media/post_banners/QvZESUE80ppmlVp5sRDt.jpg)
হরি ঘোষ, জামুড়িয়াঃ আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান দখলের অভিযোগ উঠল জামুড়িয়ার শ্যাম সেল কারখানার বিরুদ্ধে। প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষ আজ সকালে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভরত আদিবাসীদের অভিযোগ, তাদের সবচেয়ে বড় পরব বানদনা উৎসব। সেই উৎসবের সুযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় ৩০০ বছরের পুরাতন কবরস্থানের মাটি কেটে পাইপ লাইন বিছানোর কাজ করছিল। তাছাড়াও গোটা কবরস্থান জুড়ে রাখা রয়েছে প্রচুর সংখ্যক পাইপ। যা তাদের আস্থার বিরুদ্ধ। অখিল কোড়া, বাবুলাল মারান্ডি জানান, অবৈধভাবে গায়ের জোরে আদিবাসীদের কবরস্থানের জায়গা দখল করছে শ্যাম সেল কারখানা। এই কবরস্থান ৩০০ বছরের পুরনো । স্থানীয় নেতা ,পুলিশ প্রশাসন-এর সমর্থনে বানদনা পরব চলাকালীন রাতের অন্ধকারে পাইপ নামিয়ে এবং মেশিন দিয়ে মাটি কেটে পাইপলাইন এর কাজ শুরু করে বলে অভিযোগ তাদের। এই কবরস্থান ধাসনা গ্রাম ,হুডডুবি গ্রাম এবং মহিষা বুড়িগ্রামের আদিবাসীদের। স্থানীয়রা জানান, এর আগেও এই কবরস্থানে জায়গায় শ্যামসেল কারখানা ছাই ফেলে দেয় এবং গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে এলে কোম্পানির পক্ষ থেকে পুলিশ এসে তাদেরকে ধমকি দেয়। আদিবাসীদের অভিযোগ, সে সময় পুলিশ জানায় এই জায়গা যদি আদিবাসীদের হয় তাহলে তারা কাগজ দেখাক। প্রসঙ্গত এর আগেও একাধিকবার এই কারখানা বিরুদ্ধে শ্মশান ও খাস জায়গা দখলের অভিযোগ বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। প্রতিবারই বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করেছিলেন কারখানা কর্তৃপক্ষ। সূত্রের খবর, প্রশাসনের একাংশ ও কিছু জমি মাফিয়াদের মদতে ধসল ,সার্থকপুর সহ একাধিক মৌজায় প্রায় কয়েকশো বিঘা সরকারি জমি ও ই সি এল জমি দখল করে ঘেরাও দেওয়ার কাজ চালাচ্ছে কারখানাটি। শ্যামসেল কারখানার আধিকারিক আলোক মিশ্র জানান, 'আদিবাসীদের কবরস্থান কোনওপ্রকার নষ্ট বা দখল করা হয়নি। ভুলবশত কিছু জলের পাইপ সেখানে রাখা হয়েছিল। দ্রুত সেগুলোকে সরিয়ে ফেলা হবে।' জামুড়িয়ার বিডিও জিষানু দে জানান খুবই গুরুতর অভিযোগ। এই বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না। তবে বিষয়টি নিয়ে ভূমির দপ্তর ও পুলিশের কাছে তথ্য তলব করবেন তিনি। কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জামুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us