'ঘরে আনুন বিশ্বকাপ', ক্যাপ্টেনের পোস্টে সমর্থকদের আর্জি

author-image
Harmeet
New Update
'ঘরে আনুন বিশ্বকাপ', ক্যাপ্টেনের পোস্টে সমর্থকদের আর্জি

নিজস্ব সংবাদদাতা: ওড়িশায় চলছে পুরুষদের হকি বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছে ভারত। আগামী ম্যাচ ওয়েলসের বিরুদ্ধে। খাতায়-কলমে বিশ্বকাপের অন্যতম পিছিয়ে থাকা দল ওয়েলস। ভারত তাদের বিরুদ্ধে সহজে জিতবে বলে সমর্থকরা আশা করছেন। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে একটি টুইট করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তার পোস্টে বিশ্বকাপ জেতার আর্জি ভারতীয় ক্রীড়া-প্রেমীদের।