নিজস্ব সংবাদদাতা: বেলারুশের বিক্ষোভকারী নেতা তিখানোভস্কায়ার অনুপস্থিতিতেই মঙ্গলবার শুরু হল বিচার। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর শাসনের সমালোচনা করার অপরাধে তাঁকে ১৮ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হতে হয়। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ওঠে ২০২১ সালে প্রেসিডেন্ট বিরুদ্ধ দাঙ্গা সংগঠিত এবং সামাজিক বিদ্বেষমূলক কাজে উস্কানিমূলক কাজকর্ম করার জন্য তাঁকে দোষী সাব্যস্ত হতে হয়।