নিজস্ব সংবাদদাতাঃ স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণের আইপিএলের বাকি ম্যাচের প্রস্তুতি শুরু করতে শুক্রবার আবু ধাবি এবং দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই দলই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদটি জানিয়েছেন। তবে মুম্বইয়ের কোন কোন প্লেয়ার মরুশহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তা জানা যায়নি। কিন্তু চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ছবিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, রবিন উথাপ্পা, কর্ণ শর্মা-সহ বেশ কয়েকজন প্লেয়ারকে দেখা যাচ্ছে।