কেনিয়ার উপরাষ্ট্রপতি রিগাথি গাচাগুয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ওম বিড়লা

author-image
Harmeet
New Update
কেনিয়ার উপরাষ্ট্রপতি রিগাথি গাচাগুয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ওম বিড়লা


নিজস্ব সংবাদদাতা: লোকসভার স্পিকার ওম বিড়লা কেনিয়ার উপরাষ্ট্রপতি রিগাথি গাচাগুয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্পিকার ওম বিড়লা বর্তমানে কেনিয়া সফরে রয়েছেন। 

your image

সেখানেই দুই জনে সাক্ষাৎ করেন। উভয় নেতা সন্ত্রাসবাদ, ভারতের জি২০ সভাপতিত্ব এবং ব্যবসায়িক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রসারের মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন।
your image