New Update
/anm-bengali/media/post_banners/uWYsYvcYKRi9vGzbB8OE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যে চোট সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে অজি স্কোয়াডে হয়েছে দুটি পরিবর্তন। ক্লোই আইন্সওয়ার্থ এবং জেড অ্যালেন দুজনেই বুড়ো আঙুলের চোটের কারণে আপাতত মাঠের বাইরে। তাদের জায়গায় প্যারিস হল এবং অনন্য শর্মাকে স্কোয়াডে জায়গা দিয়েছে অস্ট্রেলিয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us