মাধ্যমিক পাসে কলকাতায় সরকারি চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
মাধ্যমিক পাসে কলকাতায় সরকারি চাকরির সুযোগ


নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পাসে কলকাতায় সরকারি চাকরির সুযোগ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ​​সার্ভিস কমিশন, কলকাতায় চলছে নিয়োগ। সাব ওভারসার (এসডাব্লিউএম) পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ৭৫ টি।

বয়স- ১ জানুয়ারি ২০২২ অনুসারে চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। এসসি ও এসটিদের জন্য ৫ বছর ও ওবিসিদের জন্য ৩ বছর বয়সের ছাড় রয়েছে।

বেতন- আরওপিএ ২০১৯ এর পে ম্যাট্রিক্স এর পে লেভেল ৪ অনুসারে চাকরিপ্রার্থীকে বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য জেনারেল ও ওবিসি চাকরিপ্রার্থীদের ২০০ টাকা এবং এসসি, এসটি এবং প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের ৫০ টাকা করে লাগবে। আবেদনের শেষ তারিখ ২৮.০১.২০২৩। আবেদনের জন্য লিঙ্কে ক্লিক করুন (https://mscwbonline.applythrunet.co.in/Login.aspx?L=A)। আবেদন তথ্য জানতে লিঙ্কে ক্লিক করুন (https://mscwbonline.applythrunet.co.in/ApplicationDoc/12of2022.pdf)।