New Update
/anm-bengali/media/post_banners/Ropin3Fcj4nphzTkzK9C.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেপালের প্রখ্যাত সাংবাদিক ত্রিভুবন পোডিয়াল রবিবার পোখরা বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হওয়া এটিআর-৭২ বিমানটিতে ছিলেন। এই দুর্ঘটনার জেরে প্রাণ যায় ত্রিভুবন পোডিয়ালের। ৩৭ বছর বয়সী পুদিয়াল নেপালের সাংবাদিকদের সংগঠন ফেডারেশন অব নেপালি জার্নালিস্টসের (এফএনজে) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন। নেপালে বিমান দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত হয়েছেন ৬৮জন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us