করোনাভীতিতে 'অমানবিক' চিন

author-image
Harmeet
New Update
করোনাভীতিতে 'অমানবিক' চিন

​নিজস্ব সংবাদদাতা:  সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হাড়হিম করা একাধিক ভিডিয়ো। সরকারি আধিকারিকরা এসে বাড়িতে তালা লাগিয়ে চলে যাচ্ছেন, এদিকে ভিতরে তখনও রয়েছেন বাসিন্দারা। এমনই অমানবিক ঘটনার সাক্ষী হতে হচ্ছে চিনের বাসিন্দাদের। কারণ সেখানে ডেল্টা ভ্য়ারিয়েন্টের দাপটে ফের শুরু হয়েছে করোনা সংক্রমণ। আর সেই সংক্রমণ রুখতেই চরম পদক্ষেপ নিয়েছে চিনা প্রশাসন।  ওয়েইবো, টুইটার ও ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হ্যাজম্যাট স্যুট বা পিপিই কিট পরা সরকারি আধিকারিকরা এসে বাসিন্দাদের দরজার সামনে লোহার বার বসিয়ে দিচ্ছেন। ভাল করে স্ক্রু দিয়ে আটকেও দেওয়া হচ্ছে, যাতে বাসিন্দারা কোনওমতে ঘর থেকে বের হতে না পারেন। ইউটিউবে আপলোড করা একটি ভিডিয়োয় এক চিনা নাগরিককে বলতে শোনা যায় যে, কোনও বাসিন্দা যদি দিনে তিনবারের বেশি দরজা খোলেন, তাহলেই তাদের দরজা এসে সিল করে দেওয়া হচ্ছে। লোহার রড দিয়ে প্রধান প্রবেশ দ্বারই আটকে দেওয়া হচ্ছে।