​নিজস্ব সংবাদদাতাঃ গতকাল তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে বিরাট কোহলি ১৬৬ রান করেন। এদিন সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। আর এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি এদিন টুইটারে লিখেছেন, 'বিরাট কোহলি! ভিন্ন মাত্রার খেলোয়াড়।' শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার জন্য বিরাট কোহলির প্রশংসা করেছেন তিনি।