জোশীমঠে চওড়া হচ্ছে ফাটল, মাটি বসল ২ ফুট

author-image
Harmeet
New Update
জোশীমঠে চওড়া হচ্ছে ফাটল, মাটি বসল ২ ফুট

নিজস্ব সংবাদদাতা: আরও বিপদ বাড়ছে জোশীমঠের। একদিকে যেখানে বসতি ফাঁকা করা হচ্ছে, সেখানেই ক্রমশ চওড়া হচ্ছে জোশীমঠের বাড়ি ও রাস্তাঘাটের ফাটল। জানা গিয়েছে, বিগত কয়েকদিনে সেই ফাটলগুলি এতটাই চওড়া হয়েছে যে আস্ত একটা মানুষ সেই গর্তে ঢুকে যেতে পারে। অন্যদিকে, বিশেষজ্ঞরাও জানিয়েছেন ক্রমাগত ধসে যাচ্ছে জোশীমঠ ও আশেপাশের এলাকার মাটি। বিগত কয়েকদিনে মাটি কমপক্ষে ২.২ ফুট বসে গিয়েছে।