নারদ মামলাটি হিমঘরে পাঠিয়ে দেওয়া হবে না, মন্তব্য প্রধান বিচারপতির

author-image
Harmeet
New Update
নারদ মামলাটি হিমঘরে পাঠিয়ে দেওয়া হবে না, মন্তব্য প্রধান বিচারপতির



নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ৪ নেতা মন্ত্রীর জামিন নিয়ে শুনানি শুরু হয়। এদিন ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি চলছে। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, ‘অনেকদিন ধরে এই মামলা চলতে পারে। শর্তসাপেক্ষে জামিন দেওয়া নিয়ে ভাবনা চিন্তা চলছে। মামলাটি হিমঘরে পাঠিয়ে দেওয়া হবে না। চূড়ান্ত নির্দেশের পর প্রয়োজনে জামিন খারিজ করা যেতে পারে।’ অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘জামিন দেওয়া হলেও চারজন যেন সংবাদমাধ্যমের মুখোমুখি না হন সেই নির্দেশ দেওয়া হোক।