নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো জানিয়েছেন, হামলায় কমপক্ষে ৭৩ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৩০ জন এখনও হাসপাতালে রয়েছেন। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। রেজনিচেঙ্কো বলেন, 'আজ বিকেলে ধ্বংসস্তূপ থেকে ২৭ বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। চিকিৎসকরা তার জীবনের জন্য লড়াই করছেন।'