​নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ‘গার্লস টু দ্য নেক্সট ডোর’ হিসেবে। সেলেব সুলভ হাবভাব তাঁর মধ্যে নেই বলেই মনে করেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। বৃহস্পতিবারই ২৬টা বসন্ত পার করলেন সারা। আর এই বিশেষ দিনের বিশেষ উদযাপন তিনি ভাগ করে নিলেন পাপারাৎজির সঙ্গে। সারার এক ঝলক দেখা পেতেই ওই বিশেষ দিনে তাঁর বাড়ির সামনে সকাল থেকেই হাজির হয়েছিল পাপারাৎজির দল। সারার জন্য নিয়ে আসা হয়েছিল জিভে জল আনা এক চকোলেট কেক। শুভেচ্ছা বার্তায় প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ধন্যবাদ জানান সারা। কেকও কাটেন তিনি। কিন্তু না, সেই কেক মুখে তোলেননি তিনি। কোভিডের কারণে মুখ থেকে মাস্ক নামাতেও দেখা যায়নি তাঁকে। তবে নিজস্ব সিগনেচার স্টাইলে হাত জোড় করে সবাই সম্ভাষণ করতে অবশ্যই দেখা গিয়েছে তাঁকে।