সিআরপিএফ নিয়োগ: উচ্চমাধ্যমিক পাসে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
সিআরপিএফ নিয়োগ: উচ্চমাধ্যমিক পাসে চাকরির সুযোগ


নিজস্ব সংবাদদাতা: উচ্চমাধ্যমিক পাসে চাকরির সুযোগ। সেন্ট্রাল পুলিশ ফোর্সে চলছে নিয়োগ। এএসআই (স্টেনো) এবং হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল) পদে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ১,৪৫৮ টি (এএসআই- ১৪৩, হেড কনস্টেবল- ১,৩১৫)।

বয়স- ২৫.০১.২০২৩ এর মধ্যে চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ২৬.০১.১৯৯৮ থেকে ২৫.০১.২০০৫ এর মধ্যে চাকরি প্রার্থী জন্ম হলে তবেই চাকরির জন্য আবেদন করা যাবে।

বেতন- এএসআই- ২৯,২০০ - ৯২,৩০০ টাকা।
           হেড কনস্টেবল- ২৫,৫০০ - ৮১,১০০ টাকা।

আবেদনের শেষ দিন ২৫.০১.২০২৩। আবেদনের জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ১০০ টাকা করে লাগবে। এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কোনো টাকা লাগবে না। আবেদনের জন্য লিঙ্কে ক্লিক করুন (https://crpf.gov.in/recruitment.htm)।