'দল একাই লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে', হুঙ্কার মায়াবতীর

author-image
Harmeet
New Update
'দল একাই লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে', হুঙ্কার মায়াবতীর

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএসপি নেত্রী মায়াবতী। এই সাংবাদিক বৈঠকে তিনি সংরক্ষণ এবং এসসি-এসটি ইস্যুতে বিরোধী দলগুলিকে তীব্রভাবে আক্রমণ করেন। সেইসঙ্গে ইভিএম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএসপি প্রধান মায়াবতী বলেন, "গত কয়েক বছর ধরে দেশে ইভিএমের মাধ্যমে নির্বাচন করা নিয়ে এখানকার মানুষের মধ্যে বিভিন্ন শঙ্কা রয়েছে।'' তিনি বলেন, 'আগামী রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে আমাদের দল অন্য কোনও দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।'