পুরনো গন্ডগোলের জেরে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত দুই পক্ষের ৬

author-image
Harmeet
New Update
পুরনো গন্ডগোলের জেরে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত দুই পক্ষের ৬

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পুরনো গন্ডগোলের জেরে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত দুই পক্ষের ছয়। বাড়িতে লাগানো হল আগুন।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার অন্তর্গত খড়গপুর লোকাল থানার অন্তর্গত উত্তর জগতপুর এলাকায়। প্রায় দেড় বছর আগে ডাইনি সন্দেহ দুর্গাপদ টুডু নামে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করেছিল এলাকাবাসীরা। সেনাপতি সরেন সহ বেশ কয়েকজন এলাকাবাসীদের বিরুদ্ধে দুর্গাপদ টুডুর পরিবার পুলিশে খুনের অভিযোগও জানিয়েছিলেন। অভিযুক্ত পলাতক ছিল। 


এলাকাবাসীরা জানান, 'তারা বাইরে থেকে অস্ত্রশস্ত্রসহ ৭০-৮০ জন লোকেদের সঙ্গে নিয়ে এই গ্রামে এসে বাড়িতে ঢুকতে চায়। তখন আমরা জিজ্ঞাসা করি এতদিন কোথায় ছিলেন। তখন হঠাৎ করেই আমাদের উপর হামলা চালায়। ওই হামলায় আমাদের চারজন আহত হয়। এবং তারা নিজেদের বাড়ি নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আমাদের লোকেরা এখন হাসপাতালে ভর্তি আছে।' পুলিশ সূত্রে খবর গতকাল এই ঘটনায় দুই পক্ষের ছয়জন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি। বাইরে থেকে আসা দুজনের গাড়ি বাজেয়াপ্ত করেছে লোকাল থানার পুলিশ এবং বাড়ি পোড়ানোর ঘটনায় তদন্ত শুরু করেছে।