দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রবিবার চলছে মকর সংক্রান্তির পুন্যস্নান। জেলায় নদীর ঘাটগুলিতে মানুষের ভিড়। ঘন কুয়াশায় ঢাকা পরিবেশের মাঝে ঘাটে ঘাটে মানুষের ভিড়।
প্রশাসনিক কড়া নজদারি, স্পিড বোট থেকে শুরু করে অ্যাম্বুলেন্স- সব রকম ব্যবস্থা থাকছে বিশেষ বিশেষ ঘাটে। দিঘা থেকে কোলাঘাট, তমলুক থেকে হলদিয়া সর্বত্রই পুন্য লাভের আশায় মকর সংক্রান্তির স্নানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।