New Update
/anm-bengali/media/post_banners/eSGUMRcSHuwDskjo7lzT.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মকর সংক্রান্তির দিনে পুন্য স্নানের জন্য জেলার নদীগুলিতেও ভিড় লক্ষ্য করা গেল। রবিবার পশ্চিম মেদিনীপুরে কংসাবতী এবং সুবর্ণরেখা নদীতেও ভোর রাত থেকেই ভিড় লক্ষ্য করা গেল। মেদিনীপুরের কংসাবতী নদীতে অন্ধকার থাকতে থাকতেই পুণ্যস্নানের জন্য নদীতে ডুব দেওয়া শুরু হয়। /)
ঘন কুয়াশার মধ্যেই পুণ্যস্নানের জন্য নদীতে ডুব দেওয়া চলছে। পাশাপাশি জেলা প্রশাসন, কোতোয়ালী থানার পুলিশ প্রশাসন এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা সতর্কতা অবলম্বন। দুর্ঘটনা এড়ানোর জন্য নদী বক্ষে রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us