অব্যবহৃত রেলপথকে পার্কে রূপান্তরিত করার ভাবনা

author-image
Harmeet
New Update
অব্যবহৃত রেলপথকে পার্কে রূপান্তরিত করার ভাবনা


নিজস্ব সংবাদদাতা: অব্যবহৃত রেলপথকে পার্কে রূপান্তরিত করার চিন্তা-ভাবনা যুক্তরাজ্য সরকারের। প্যারিস এবং নিউইয়র্কের অনুরূপ সফল পরিকল্পনা অনুকরণ করে এই পার্কটি তৈরি করা হবে। লন্ডন শহরের কেন্দ্রস্থলে নির্মিত হতে চলেছে পার্কটি। এই পার্ক ব্যাপক ভাবে সাফল্য পাবে বলে আশা করা হচ্ছে।