New Update
/anm-bengali/media/post_banners/fHKcdqZM2QV3GbabsPqQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি মরসুমের অন্যতম সেরা জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৬০ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন জ্যাক গ্রিলিশ। এক গোলে পিছিয়ে পড়ার পর রেড ডেভিলদের প্রত্যাবর্তন। ৭৮ মিনিট এবং ৮২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কোস রাশফোর্ড।
WHAT A COMEBACK! WHAT A WIN! 😍#MUFC || #MUNMCI
— Manchester United (@ManUtd) January 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us