নিজস্ব সংবাদদাতা:পুরুষ-নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মদনা কে না চায়। তবে যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিত? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এক গবেষণার ফলাফলে পাওয়া গেছে যে- সর্বোত্তম যৌন মিলনের সময়-ব্যপ্তি ৭ থেকে ১৩ মিনিট পর্যন্ত হয়ে থাকে । মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞরা এই তথ্য দিয়েছেন যে, সেরা সঙ্গম ৭-১৩ মিনিটের ভিতর হয়।