New Update
/anm-bengali/media/post_banners/y4jXKW45oYy20KP8E4wN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের নামে রাস্তার নামকরণ করছে শিলিগুড়ি পুরসভা। জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১ নং গেটের সামনের রাস্তার নাম রাখা হচ্ছে ইস্টবেঙ্গল লেন। যা আগে বিধান রোড নাম পরিচিত ছিল। এয়ারভিউ মোড় থেকে মহানন্দা সেতু হয়ে সূর্য সেন পার্ক সংলগ্ন রাস্তার নাম রাখা হচ্ছে মোহনবাগান লেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us