কমপ্যাক্ট পাউডার কেনার আগে মাথায় রাখুন ১০টি টিপস

author-image
Harmeet
New Update
কমপ্যাক্ট পাউডার কেনার আগে মাথায় রাখুন ১০টি টিপস

​নিজস্ব সংবাদদাতাঃ কমপ্যাক্ট পাউডার কেনার আগে কীভাবে তা পছন্দ করবেন, সেটা একটা বড় বিষয়। ফলো করতে পারেন নীচের টিপসগুলি।







১| আপনার ত্বক ঠিক কোন ধরনের তা সবার আগে জেনে নেওয়া জরুরি। যদি এ সম্বন্ধে নিজের কোনও ধারণা না থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞদের সাহায্য নিন।

২| শুষ্ক, তৈলাক্ত বা সাধারণ ত্বক হলেই হবে না। আপনার স্কিন টোন অনুযায়ী কোন কমপ্যাক্ট পাউডার কার্যকরী হবে সেটা জেনে নিন।

৩| কমপ্যাক্ট পাউডার দিয়ে ঠিক কী করতে চাইছেন, তা আগে ঠিক করে নিন। স্কিন টোন বাড়াতে চান নাকি দীর্ঘক্ষণ মেকআপ বসাতে চান, সেই সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন অনুযায়ী কমপ্যাক্ট পাউডার কিনুন।

৪| কেনার আগে কোন কোন উপাদান দিয়ে ওই নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি হয়েছে. তা জেনে নিন। কারণ উপকরণের কোনও উপাদানে আপনার অ্যালার্জি থাকলে তা সহজেই বাদ দিতে পারবেন।

৫| ত্বক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কমপ্যাক্ট পাউডারটি তৈরি হয়েছে কিনা জেনে নিন কেনার আগেই।







৬| আপনার কমপ্যাক্ট পাউডার সান প্রোটেকশন হিসেবে কাজ করবে কিনা জেনে নেওয়া জরুরি।

৭| সবচেয়ে বেশি কতদিন পর্যন্ত ওই পাউডার ব্যবহার করতে পারবেন, তাও দেখে নিন। কারণ কেনার পরই সব সময় আমরা ব্যবহার করি না।

৮| ডেলি মেকআপ আর পার্টি মেকআপের কমপ্যাক্ট পাউডার সাধারণত আলাদা হয়। কেনার আগে তাও লক্ষ্য রাখবেন।

৯| প্রোডাক্টের গায়ে তার গুণাগুণ সাধারণত লেখা থাকে। পড়ে নিলে পরে আর পস্তাতে হবে না।

১০| একই প্রোডাক্টের বিভিন্ন শেড বাজারে পাওয়া যায়। আপনার কোনটা প্রয়োজন সেটা দেখে কিনে নিন।