নিজস্ব সংবাদদাতা: সাইবার নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই মার্কিন সরকার ঘোষণা করে দিয়েছে ২০টিরও বেশী ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হবে। এছাড়াও মার্কিন ডিভাইসে চীনা মালিকানাধীন এই অ্যাপ ব্যবহার করা যাবে না। ইতিমধ্যেই বৃহস্পতিবার উইসকনসিন এবং নর্থ ক্যারোলিনার গভর্নররা সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার আদেশে সম্মতি জানিয়েছেন।