নিজস্ব সংবাদদাতা: যোশীমঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরও একটি মন্দির। যার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দেবভূমিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২ ও ৩ জানুয়ারির মাঝ রাতে যোশীমঠের সিংধর এলাকায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দেয়। ওই সময়ই আচমকা একটি মন্দির প্রথমে একদিকে হেলে পড়ে। গত দু’তিন দিনে ওই মন্দিরে নতুন করে কোনও ফাটল ছিল না। কিন্তু শুক্রবার গভীর রাতে হঠাৎই পুরোপুরি ধসে পড়ে সেটা। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি একই রকম ভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি মন্দির। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ঘটনা ঘটল যোশীমঠে।