পেরুতে মন্ত্রিসভায় অচলাবস্থার মধ্যে বিক্ষোভের ঘটনায় তদন্ত করছেন চিফ প্রসিকিউটর

author-image
Harmeet
New Update
পেরুতে মন্ত্রিসভায় অচলাবস্থার মধ্যে বিক্ষোভের ঘটনায় তদন্ত করছেন চিফ প্রসিকিউটর

নিজস্ব সংবাদদাতাঃ পেরুর অ্যাটর্নি জেনারেল গত কয়েক বছরের মধ্যে দেশটির সবচেয়ে সহিংস সামাজিক বিক্ষোভে ৪১ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১১টি তদন্ত শুরু করেছেন। গত মাসে বামপন্থী সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করার পর অস্থিরতা ছড়িয়ে পড়ে, এতে অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। অ্যাটর্নি জেনারেল প্যাট্রিসিয়া বেনাভিডেসের কার্যালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় পুনো, কুসকো, আরেকুইপা, অপুরিমাক ও উকায়ালির পাশাপাশি রাজধানী লিমায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংস সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই তদন্ত শুরু হয়েছে।